গাইবান্ধা জেলার দূর্গম চরে এক গৃহবধুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের আলগার চর গ্রামের মোঃ সাইফুল ইসলাম গত কয়েক বছর আগে মোছাঃ বিপাশা আক্তার( ২৫) কে দ্বিতীয় বিবাহ করেন। বিয়ের পর হতে স্বামী ও সতিনের সঙ্গে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকতো।তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা কেউ জানাতে পারেনি।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতের যে কোন সময় সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর দাবীর মুখে আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। এ ব্যাপারে নিহত মেয়ের মা নিজে বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।