পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া হইতে কুমড়াকান্দি ব্রীজ সংলগ্ন বন্যায় খতিগস্ত রাস্তাটি এলাবাসির নিজস্ব অর্থয়ানে মাটি ভরাট কাজ চলছে। এলাকা বাসির তারাটিয়া বাজার,কাটাখালি বাজার,ভাতখাওয়া যাতায়াতের একমাত্র রাস্তা। এই গ্রামের জনসাধারণ এই ইউনিয়নের অনন্য গ্রামের চেয়ে অনেকটা পিছিয়ে আছে বলে দাবি করেন। অনেক দিনের চাওয়া রাস্তাটির কোনভাবেই চেয়ারম্যান মেম্বারের সু-নজরে পরে না বললেই ধরা চলে। গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ফজলে রাব্বি সাহেবের প্রচেষ্ঠাই ৪০ দিনের কর্মসেজন দিয়ে সম্ভব হয়ে থাকলেও গত ভয়াবহ বন্যায় রাস্তাটি সম্পুর্ন এখন ব্যহাল দশায় পরিনত হয়েছে। এলাকাবাসীর দাবি মাননীয় জামালপুর ১ অাসনের বার বার নির্বাচিত এম পি জনাব আবুল কালাম আজাদ সাহেবের প্রতি আকুল আবেদন পার্থনা করেন যাতে এই অর্থ বছরে রাস্তাটি সংস্থার করে দেন।