আশুলিয়ায় বলিভদ্র বাজারে মামনি মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় এম এস মোবাইল গ্যালারি ১৪ নং দোকানে।(১৭ ফেব্রুয়ারি) বুধবার সকাল ০৮ ০০ ঘটিকার সমায় এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক। আঃ আলিম বাদি হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দোকানের মালিক মোঃ আব্দুল হালিম জানান,চোর দোকানের ক্যাশে থাকা নগদ ৪৫০০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা ও বিভিন্ন ব্রান্ডের প্রায় ১১,০০০০০(এগারো লক্ষ)টাকার মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষিত আছে । এ পর্যন্ত এই বিষয়ে কাউকে শনাক্ত করা যায়নি।
ভুক্তভোগী আঃ আলিম বলেন,মার্কেটে কয়েকজন জন নাইট গার্ড থাকলেও তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছে।
বেতনভুক্ত নাইটগার্ড থাকার পরও একাধিক বার চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় দোকান ব্যবসায়ীরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেই সাথে চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।