নিজ গ্রামের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে জীবনে এতো ভালবাসা পাবো তা ভাবিনি কথা গুলো এভাবেই লিখলেন এসপি শিমুল।
চৌদিঘী গ্রামের মানুষের ভালবাসায় আমি ঋনী হয়ে রইলাম।
মাটি ও মানুষের নেতা শহীদুল আলম দুদুর ছেলে “এসপি” হয়েছে।এটিই যেন একটি আনন্দ,এটিই যেন এক বিস্ময়, এটিই যেন এক ইতিহাস….
কত দূর দুরান্ত থেকে মানুষ ছুটে এসেছে আমার চৌদিঘী গ্রামে এই আমায় দেখতে
একজন এসপি কে দেখতে
ভালবাসা দিতে
দোয়া করতে…..
অতি নগন্য,সামান্য এ আমি, যেন অসামান্য সম্মানে সম্মানিত হলাম।এ এক বিরল সম্মাননা এ এক ভালবাসার সংবর্ধনা।
ভিআইপি মর্যাদায় আমায় বরণ করে নিলো আমার এলাকাবাসী…. ফুলে ফুলে ফুলেল শুভেচ্ছা আর ভালবাসায় আমি সিক্ত…
হে রাব্বুল আলামিন,হে আল্লাহ,
আপনি মহান,আপনি সর্বশক্তিমান
আপনার প্রতি এ বান্দা আমি কৃতজ্ঞ,শুকরিয়া আদায় করি।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ…..